Another song, another co-incidence

Woke up to one of my favorite songs from Debabrata Biswas which was playing on the laptop. Nice 🙂
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই ।
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই ।।
সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা ।
সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা ।
আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই —
আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই ।।
তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে —
যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে ।
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে —
আমার ফুরোয় পুঁজি, ভাবিস বুঝি মরি তারি শোকে ?
আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই ।
আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই ।।

Mumbai -> Heathrow -> Westford

I left the monsoons back at Pune to land up into what is being called across news channels as the “4 days of unusual high heat” in Boston. And, to add to it, the locals say that this isn’t summer yet (officially that is) although the temperatures are across high 90s (in degree F) at Westford. 🙁 It wasn’t a completely nice experience flying to Boston via Heathrow with the terminal at Mumbai not having air conditioning, the plane being late at the gate and other associated issues.

Shall put up photos later. The visually striking thing here is the abundance of the “red-brick” buildings. Being used to be looked down upon by steel-glass-concrete highrises in the Indian cities, the uninterrupted line of sight did take time to get used to 🙂

Next move, Westford -> Boston for FUDCon among other things.  Now back to reading up stuff.