মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।।
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে ।
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ —
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।।


Deprecated: ltrim(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/sankarshan/sankarshan.randomink.org/blog/wp-includes/wp-db.php on line 3031

5 thoughts on “”

  1. I really love the letters and how the rendering looks like. Unfortunately I’m not able to understand it. 🙁
    I don’t even know what is your language ? This is Hindi ?

  2. Awesome. Can you point me to some devanagari tools? I’m still pretty new to the characters and don’t know how to combine/break apart multi-consonant characters.

    It looks very nice, though 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.